সিলেট পড়ুয়া ক্লাবের নতুন কমিটি: সুবর্ণা সভাপতি ছাক্বীব সাধারণ সম্পাদক

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সুবর্ণা দাশকে সভাপতি ও মোঃ নাজমুস ছাক্বীবকে সাধারণ সম্পাদক করে বইপুর পড়ুয়া ক্লাবের সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের অন্যান্য পদে রয়েছেন: সহ-সাধারণ সম্পাদক- ফৌজিয়া বিনতে ফারুক, অর্থ সম্পাদক- খাইরুল ইসলাম (সুহান), সহ-অর্থ সম্পাদক- খাদিজা ফারজানা রিয়া, দপ্তর সম্পাদক- মালিহা আঞ্জু‌মান রাত্রি, গ্রন্থাগার সম্পাদক- মাজেদুল ইসলাম নাঈম, সহ-গ্রন্থাগার সম্পাদক- সৈকত দাস, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- নিশাত তাসনিম, সহ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- রুদ্র দত্ত, গবেষণা ও সৃজনশীল সম্পাদক- সামিরা ফারজানা, সহ-গবেষণা ও সৃজনশীল সম্পাদক- রাজীব দাশ শিমুল, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক- তামান্না মোল্লা তন্বী, সহ-গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক- মোঃ ইফতেখার মাহ্মুদ চৌধুরী নাবিল, নির্বাহী পরিষদ সদস্য- বিপ্রজিৎ দেব রায়, তানজিম আহমেদ, সাদিয়া রহমান অন্তু, নিশাত তাহিয়াত প্রমি।

সোমবার সিলেট কমিটির অনুমোদন দেন বইপুর পড়ুয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহফুজ ফারুক।
এর আগে লিখিতভাবে কমিটির প্রস্তাবনা উত্থাপন করেন সিলেট কমিটির প্রাক্তন আহ্বায়ক ও নব মনোনীত সভাপতি সুবর্ণা দাশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি