সিলেট নগরীতে টিকা নিলেন ৪০৭৫ জন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নেয়ার আগ্রহ বাড়ছে। ভয়-ভীতি উপেক্ষা করে প্রতিদিন মানুষ নির্দিষ্ট টিকা কেন্দ্রে ভিড় করছেন। সকাল থেকে নির্ধারিত পদ্ধতি মেনে নিচ্ছেন টিকা। গণটিকা প্রয়োগের পঞ্চম দিনে সিলেট নগরে টিকা নিয়েছেন ৪ হাজার ৭৫ জন। এরমধ্যে পুরুষ ২৫০৮ জন আর নারী ১৫৬৭ জন।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ হাজার ৩৬৭ জন, সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ৩০০ জন, র‌্যাব-৯ সিলেটের সদর দপ্তরে ১৭৮ জন, বিজিবি ক্যাম্প সিলেটে ২৩০ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি