সব
সিলেট নগরীতে আরও ৪ হাজার ৬শ ৬৭ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্রে টিকা নেন এসব মানুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯০১ জন, বিজিবি ক্যাম্প সিলেটে ২৭০ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৪০৩ জন টিকা গ্রহণ করেছেন।
এর আগে গত রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি