সিলেট নগরীতে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় স্বপ্না বেগম (১৬) নামের এক তরুণী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী তরুণী নগরীর শাহজালাল উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ আত্মহননের ঘটনা ঘটে। তরুণী নগরীর পশ্চিম সোনারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ ডাক্তারের কলোনীর বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক আব্দুল করীমের মেয়ে।

জানা যায়, গত বছর মেয়েটির খালাতো ভাই ওমান প্রবাসী মামুনের সঙ্গে স্বপ্না বেগমের বিয়ে টিক হয়। স্বপ্না বেগমের বয়স কম হওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। প্রায়ই ফোনে হবু বর এর সাথে যোগাযোগ করতো স্বপ্না বেগম। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে প্রতি দিনের মতো ফোনে কথা বলছিল স্বপ্না। এ সময় স্বপ্না বেগমের মা ফোন রেখে রান্নার জন্য বলেন। কিন্তু মায়ের কথা না শুনে স্বপ্না ফোনে কথা বলতে থাকে। এক পর্যায়ে স্বপ্নার মা ধমক দিয়ে ফোন কেড়ে নেন। আর এ কারণে স্বপ্বা জেদ ধরে গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের হুকের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানান তরুণীর ভাই মাদ্রাসা ছাত্র মো. সুজন আহমদ।

খবর পেয়ে উপশহর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। বুধবার বাদ এশা জানাযা শেষে হযরত মানিকপীর রহ. গোরস্থানে লাশ দাফন করা হবে বলে একটি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন সকাল সাড়ে ১১ টায় এক মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্হলে পাঠাই। থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি