সব
পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। এই করোনাকালে আগামীকাল শনিবার বাংলাদেশেসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পালিত হবে।
করোনাভাইরাসের কারণে এবারও দেশের কোথাও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের জামাতে মুসল্লিদের নিজস্ব মাসালা (জায়নামাজ) নিয়ে মাস্ক পরে মসজিদে যেতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন। সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদসহ নগরের কয়েকটি জামে মসজিদে ঈদের জামাতের সময়সূচি নিচে দেয়া হলো।
সিলেট নগরের দরগাহ গেট এলাকায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায়।
নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়।
আর সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে (বন্দরবাজার জামে মসজিদ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এই মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন মুফতি মাওলানা আবু হুরায়রা। এছাড়া সিলেটের সবগুলো পাড়া-মহল্লার জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি