সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় জাফলংগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন পথচারী মহিলা মৃত্যুবরণ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানাযায় ৬ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় সিলেট তামাবিল মহা সড়কের গুচ্চগ্রাম এলাকায় জাফলং গামী ট্রাক ঢাকা-মেট্রো-ট- ২২-৮২৬৮ নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হয়৷ এসময় রাস্তায় থাকা পথচারি মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন ৷ নিহত মহিলা জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে রহিমা বিবি (৫৫) ৷ ঘটনার পর পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে ৷

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় গন্যমান্যদের সহযোগিতায় রাস্তার অবরোধ তুলে নেন ৷ অপরদিকে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং এলাকার গন্যমান্যদের অনুরোধে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের অনুমতি নিয়ে লাশ স্বজনের নিকট হস্তান্তর করেন ৷

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী দূর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন ৷ সংবাদ পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার অবরোধ তুলে নেই, স্থানীয় গন্যমান্যদের অনুরোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে লাশ স্বজনের কাজে হস্তান্তার করি ৷ দূর্ঘটনায় পতিত গাড়ীটি হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে ৷

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি