সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে ডিসি মজিবর

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ মে ২০২২, ১০:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

আগামীকাল রবিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা প্রশাসন।

শনিবার সন্ধ্যায় আয়োজনস্থল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং হেঁটে হেঁটে সকল প্রস্তুতি দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, স্হানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো:আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান , সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বিজিত চেীধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন সেলিম,সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি