সিলেট জেলা পুনাকের সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ এপ্রিল) সিলেট জেলা পুলিশ লাইন্স হল রুমে কেন্দ্রীয় পুনাকের সভানেত্রী জীশান মীর্জার সৌজন্যে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সিলেট জেলা পুনাকের সভানেত্রী মাহ্ফুজা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিলেট জেলার উপদেষ্টা মোছা: উম্মে কুলসুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুনাক হল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা অসহায় দুস্থ ও গরীব মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছি।

সিলেট জেলা পুনাকের পক্ষ থেকে সকলকে অগ্রীম পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে সভানেত্রী মাহ্ফুজা শারমিন বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষদের কাছে পেয়ে আমাদের কাজ করার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে পুনাকের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আরো ভিন্নতা আনার চেষ্ঠা করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি