সব
সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন।
এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান। এসময় সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
সেখান থেকে তারা সিলেট সার্কিট হাউজে যান। এসময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।
দিনভর তাদের সিলেট মহানগরী ও এর আশেপাশের সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের লালমাটিয়া ডাম্পিং ইয়ার্ড, বাস টার্মিনাল, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতান, সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্য বর্ধন কার্যক্রম, হলদিছড়া, ধোপাদিঘী, মানিকপীর কবরস্থান, শাহী ঈদগাহসহ সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প।অদ
এছাড়াও দুই মন্ত্রী বিকাল তিনটায় নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেট সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান,
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, স্হানীয় সরকার সিলেটের পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি