সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ জুন ২০২১, ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গত বছরের ধারাবাহিকতায় অনলাইন শিক্ষার পাশাপাশি এবারও ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্ত:হাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে ।

ভাষা শহিদদের নামানুসারে প্রতিষ্ঠানের চারটি হাউস (সালাম হাউস, বরকত হাউস, রফিক হাউস ও জব্বার হাউস) এ শিক্ষার্থীরা বিভক্ত হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষের উদ্যোগ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং শিক্ষকমন্ডলীর সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করেছেন।

বুধবার সমাপনী দিনে কলেজ পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বরকত হাউস ও সালাম হাউস প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বরকত হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামস আবিরুজ্জামান সিয়াম। ইত:পূর্বে স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় জব্বার হাউস চ্যাম্পিয়ন ও বরকত হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা সাফা মজুমদার।

এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান এবং সুপ্ত প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের সংকল্প ব্যক্ত করেন। এ ধরণের উদ্যোগ নি:সন্দেহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং তা অনলাইন শিক্ষাকে আরও প্রাণবন্ত করবে।

প্রতিষ্ঠান সূত্রে আরও জানানো হয় যে, পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ অবকাশের মধ্যেও পড়াশুনার একঘেয়েমি দূর করার জন্য উপস্থিত বক্তৃতা, শব্দ গঠন ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চলমান সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি