সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে লোকাল বাস চালুর দাবিতে কোছাপের স্মারকলিপি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে লোকাল বাস সার্ভিস চালুর দাবিতে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে কোম্পানীগঞ্জ উপজেলার প্রাচীন ও সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)।

সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন কোছাপ সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোম্পানীগঞ্জ উপজেলায় প্রায় দুই লক্ষাধিক মানুষের বসবাস। কোম্পানীগঞ্জ উপজেলায় ১টি ডিগ্রী কলেজ, ১টি কারিগরি কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৫টি কলেজিয়েট স্কুলসহ বহু সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং অনেকগুলো দাখিল, ইবতেদায়ি ও ক্বওমী মাদ্রাসা রয়েছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানত বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু বঙ্গবন্ধু মহাসড়কে কোনো লোকাল বাস সার্ভিস চালু না থাকায় শিক্ষক এবং শিক্ষার্থীগণ বিকল্প হিসেবে সিএনজি অটোরিকশায় তুলনামূলক ৪ থেকে ৫ গুণ বেশি ভাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। অনেক সময় সিএনজি, অটোরিকশা না পেয়ে তাদের মাইলের পর মাইল পায়ে হেঁটে রোদ-বৃষ্টির মধ্যে স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। সিলেট থেকে কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক। সিলেট থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর, টুকের বাজার এবং ভোলাগঞ্জ পর্যটন স্পট পর্যন্ত বিরতীহীন বাস সার্ভিস চালু রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য কোনো গণপরিবহণের ব্যবস্থা নাই। ফলে কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থীদের। শ্রমজীবী ও মেহনতি মানুষ জীবিকার তাগিদে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভোলাগঞ্জ স্থলবন্দর সংলগ্ন এলাকায় কাজ করতে আসলেও দিন শেষে বাড়ি ফেরার পথে তারাও বিপাকে পড়েন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলায় আগত পর্যটকদের অন্যতম আকর্ষনীয় স্থান হলো “বঙ্গবন্ধু হাইটেক পার্ক”। লোকাল বাস সার্ভিস না থাকায় দেশ-বিদেশ থেকে আগত পর্যটকসহ স্থানীয় লোকজনও “বঙ্গবন্ধু হাইটেক পার্ক” ভ্রমণ করতে হলে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের অতিরিক্ত বাস ভাড়া বহন করতে হয়। সিলেট থেকে ভোলাগঞ্জ পর্যন্ত চালু থাকা বিরতীহীন বিআরটিসি বাস সার্ভিস ও “সাদা পাথর” ট্যুরিস্ট বাস কেবলমাত্র সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটক এবং কোম্পানীগঞ্জ সদরে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সুবিধাজনক হলেও বঙ্গবন্ধু মাহসড়কের দু’পাশে বসবাসরত এলাকাবাসী তথা কোম্পানীগঞ্জ উপজেলার বেশির ভাগ জনসাধারণ এই সুবিধা থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে, কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে লোকাল বিআরটিসি বাস সার্ভিস চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান কোছাপ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি