সব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের এগ্রিকালচারাল কনস্ট্রাকশন এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর মধ্যদিয়ে ড. তরিকুল ইসলাম সদ্য বিদায়ী প্রক্টর ড. মো. তাওহীদ হাসানের স্থলাভিষিক্ত হন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে নবনিযুক্ত প্রক্টর ড. তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন,’ কর্তৃপক্ষ আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক সকল আইনশৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডি সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।’
এছাড়াও তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামণা করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি