সিলেট করোনায় ৪১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৫ জুন ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানী হয়েছে ৪১৭ জনের। সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। যার মধ্যে ৬৫ জনই সিলেটের। সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮ জন।

শনিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় যার মৃত্যু হয়েছে তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৩৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিলেট বিভাগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬১ জন। এরমধ্যে ৬০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারে আরও ১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৪৩১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪১ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৫ জন, হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারে ৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন এই ৮৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৫৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৪ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটে ১১ জন, মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২১ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি