সব
সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি ৫০ জন দুস্থ নারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ২০২০ এর সফল ম্যারথনিক তরুণ উদ্যোক্তা নাসরিন বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
নারী উদ্যাোগক্তা পারমিতা দাস এর সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। প্রধান অতিথি ছিলেন মান্যবর জেলা প্রশাসক এমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আল-আজাদ।
প্রধান অতিথি এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের নারী উদ্যোগক্তারা বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়োজিত তা, খুবই আশা ব্যঞ্জক। তিনি আরও বলেন, শুধু নারী উদ্যোগক্তা হতে অনেক বাধা আসলেও তা মোকাবিলা করার মতো মানসিক শক্তি ও দৃঢ়তা প্রয়োজন।
বিশেষ অতিথি আল-আজাদ বলেন, সিলেট নারী উদ্যোগক্তা আজ যেভাবে নিজেদের মেধার বিকাশ ঘটাচ্ছেন সেই দিন আর দূরে নয় সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকার নারী বান্ধব, সিলেটের নারী উদ্যোক্তাদের বিকাশ তারই প্রমাণ।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক নাসরিন বেগম, সামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, রাহিলা জেরিন কানন, ওয়াহিদ আখলাক, সদস্য সালসাবিলা মাহবুব কান্তা, তাসনিম আক্তার, নাসিমা বেগ, তপতী দাস, জাহেদা চৌধুরী, হাসিনা বেগম, হাসনা হেনা, শিউলি বেগম, রোজী, মিস ফারমিস প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি