সব
সিলেটে জরুরি সেবা ‘৯৯৯’- থেকে ফোন পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী বাবুল মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে।
এসময় পুলিশ তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া বগুড়া জেলার শেরপুর থানাধীন নরডিংগী গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বুধবার (৯ জুন) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে মঙ্গলবার (৮ জুন) রাতে জরুরি সেবা থেকে ফোন ধোপাগুল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির। তিনি বলেন, জরুরি সেবা থেকে ফোন পেয়ে পুলিশ ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ বাবুল মিয়ার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি