সিলেটে ৫৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নতুন করে আরও ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২২ জন, সুনামগঞ্জের দুজন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের দুজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন, হবিগঞ্জের ৬ জন ও সিলেট জেলার ১১ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ১১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৫৫, হবিগঞ্জে ১ হাজার ১৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর মঙ্গলবার পর্যন্ত সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৪ হাজার ৩৪৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ১০৭৯ জন এবং মৌলভীবাজারের ১২২৬ জন সুস্থ হয়েছেন।

অন্যদিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি