সিলেটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর মদিনা মার্কেট, সুবিদবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে এপিবিএন পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নগর) শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে ভেজাল বিরোধী এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (৭ এপিবিএন) সিলেটের উপ-পুলিশ পরিদর্শক স্বপন কান্তি দাস ।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (নগর) শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, কোতোয়ালি থানাধীন দুটি এলাকায় মুদি দোকান, খাবারের রেস্টুরেন্টেসহ ৩টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি