সিলেটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ৩:২৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীতে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তাকে সহযোগীতা করে এপিবিএন পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে বিদেশি পণ্যে আমদানিকারি প্রতিষ্ঠানের স্টিকার না থাকায় দ্যা ইনফিনিটি শপকে ২৫ হাজার টাকা, টেসকো শপকে ১০ হাজার এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য সোয়াড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি