সিলেটে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জালালাবাদ থানার জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি’র সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার (৪ ফ্রেরুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৩৮) মৃত আব্দুল জলিলের ছেলে। তবে তার ঠিকানা জানা যায় নি।

সিলেটে জালালাবাদ থানার ডিউটি অফিসার জানান, সিলেটের জাংগাইল এলাকায় মাইক্রো ও সিএনজি সংঘর্ষে একজন নিহত। এবং ৫জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আহতদের নাম ঠিকানা এখনও জানা যায় নি। নিহত যাত্রীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান জানান, নিহত আব্দুল খালেক (৩৮) মৃত আব্দুল জলিলের ছেলে। তবে তার ঠিকানা জানা যায় নি। আমরা ঘটনাস্থলে আসার আগেই আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ৫ জনের নাম ঠিকানা জানা যায় নাই।

এদিকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে জালালাবাদ থানায় নেওয়া হচ্ছে বলে জানান এসআই আবুল কালাম।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি