সব
বেআইনিভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে বারো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ অক্টোবর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৩৮ হাজার ৫’শ টাকা জরিমানা করেন। নগরীর মিরাবাজার, নাইয়রপুল ও জিন্দাবাজার এলাকায় সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
সিলেট মহানগর পুলিশ, সিসিকের বাজার, লাইসেন্স ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি