সব
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ৮ ব্যক্তিকে জরিমানা করেছেন সিলেট জেলা প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়।
মঙ্গলবার (৮ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এই ৮ জনের কাছ থেকে মোট ১২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার সিলেটের বিভিন্ন থানা এলাকায় সিলেট জেলা প্রশাসন ও র্যাব-৯ এর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানার দায়ে আল আমিনকে ৩ হাজার, মো. জীবন মিয়াকে ৫ শ, কামরুজ্জামানকে ৫ হাজার, শাহীদ আহম্মেদকে ২ হাজার, মো. সদরুল ইসলামকে ৫ শ, আজাদ খানকে ৫ শ, জাবেদ আহম্মেদকে ৫ শ, আব্দুল আহাদকে ৫ শ- এই ৮ জনকে মোট ১২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি