সব
সিলেটে রেকর্ড ভাঙা তাপদাহের পর স্বস্থি হয়ে নেমেছে এক ফসলা বৃষ্টি। বুধবার (২৬ মে) সন্ধ্যায় এই এক পসলা বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্থি নিয়ে এলেও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ছিলো দুর্ভোগও।
নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দু লেনের নতুন সড়ক এবং নতুন ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় আড়াইমাস হলো। এরমধ্যেই বুধবার সন্ধ্যায় এক ফসলা বৃষ্টিতে থৈ থৈ পানি জমেছে জিন্দাবাজার মোড়ে। এই এলাকাটি ব্যবসা-বাণিজ্যেরও প্রাণকেন্দ্র। নগরের এতে ভোগান্তিতে পড়েন পথচারী, ব্যবসায়ীসহ নগরবাসী।
স্কুল শিক্ষক শাহিদা জামান বলেন, প্রায় ২০ মিনিটের এই বৃষ্টিতে নগরের অনেক সড়কে পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শত শত কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণসহ সড়কের উন্নয়নকাজ করার পরও পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শুধু অপরিকল্পিতভাবে কাজ করা কারণে। ড্রেনে পানি যাওয়ার ব্যবস্থা না রাখায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
বুধবার ২০ মিনিটের বৃষ্টি থেমে গেলেও সন্ধ্যা ৭টার দিকে নগরের জিন্দাবাজার মোড়ে গিয়ে দেখা যায় হাঁটু পানি জমে আছে। সড়কের লতিফ সেন্টার এবং ওভারসিজ সেন্টারের সামন পর্যন্ত দুপাশের রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়। মাত্র আড়াইমাস আগে এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে ড্রেন ও সড়কের কাজ শেষ হয়। এই সড়কে এত অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন তুলছেন নগরবিদরা।
জিন্দাবাজর এলাকার ব্যবসায়ীরা জানান, এই রাস্তা ও ড্রেনের কাজের জন্য এক বছরেরও বেশি সময় ব্যবসায়ী এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। কয়েক মাস আগে কাজ শেষ হলে কিছুটা স্বস্তি পান সবাই। তবে মাত্র ২০ মিনিটের এক ফসলা বৃষ্টিতে এই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুম নিয়ে চিন্তায় আছি।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সাথে মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
এরআগে গত ২৪ মে সিলেটে ২০ বছরের রেকর্ডভাঙা তাপমাত্রা ছিলো। ওইদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ২৩ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে এই গরমের উৎপত্তি। ঘূর্ণিঝড়ের ইয়াস ইতোমধ্যে উপকূলে আঘাত এনেছে। ঘূর্ণিঝড়ের কারণে সিলেটেও বুধবার রাতে ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি