সিলেটে সোয়া লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২:০০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরী থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে তার কাছে থাকা ৫৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ২৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ৪ টার দিকে নগরীর লালদিঘীরপাড় মার্কেটস্থ ভাই ভাই আবাসিক হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। সংবাদ পেয়ে থানার অফিসার-ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় টহল ডিউটি ইনচার্জ এসআই মো. আব্দুল বাতেন ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় গোয়াইনঘাট উপজেলার লক্ষণছড়া গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে এনামুল হক (২০) কে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজতে থাকা ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ২৬ হাজার টাকাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে আরো দুইটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি