সব
সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। সিলেট সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ সিএনজি চালিত অটোরিকশার পালনকৃত ধর্মঘট প্রত্যাহারের যৌথ ঘোষণা দেন এ পরিষদ দুটির নেতৃবৃন্দ। ফলে বুধবার রাত সাড়ে ৯টা থেকে নগরীসহ সিলেটের বিভিন্ন রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করতে শুরু করেছে।
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত একটি জরুরি বৈঠকে দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ায় অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহার করেন।
তবে, পণ্য পরিহবণকারী সকল যানবাহনের ধর্মঘট এখনও বলবৎ রয়েছে। এটি শুক্রবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার থেকে সিএনজি চালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়ার জন্য এ সব ধর্মঘট পালন করছেন যানবাহন সংক্রান্ত ঐক্য পরিষদগুলো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি