সব
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. তারেক আহমদ নামের এক ব্যক্তি। এর আগে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই) সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন তারেক। তারেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আফজল মিয়ার ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে বসবাস করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আদালতে তারেক জানিয়েছেন, রিপনের হত্যাকারীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি ঘটনাস্থলে যান। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের নামও বলেছেন তারেক। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে শ্রমিক নেতা রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। মো. তারেক আহমদকে গ্রেপ্তারের আগে এই হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেলহাজতে আছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি