সিলেটে শ্রমিক নেতা রিপন হত্যা, আরও ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হল, দক্ষিণ সুরমার বরইকান্দির গাঙ্গু এলাকার মৃত ফরিদের ছেলে ইজাজুল (২৮) এবং মৃত ফারুক মিয়ার ছেলে রিমু (২৮)।

সোমবার (২০ জুলাই) এ দুই আসামি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-২ এ আত্মসমর্পণ করিলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত তথা অস্ত্র উদ্ধারের নিমিত্তে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করিলে আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই রাত অনুমান ১০ টার দিকে দক্ষিণ সুরমা থানার ভাবনা পয়েন্টে ভাবনা রেস্টুরেন্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মো. ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর এ হত্যার ঘটনায় মো. ইকবাল হোসেন রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে ৯ আসামিকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি