সব
সিলেটের দক্ষিণ সুরমায় রজবী বেগম রুজি (২৩) হত্যা মামলায় পুলিশ অভিযান চালিয়ে স্বামীসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার (২৬ জুলাই) দুপুরে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শনিবার (২৫ জুলাই) থানায় হত্যার অভিযোগ এনে নিহতের পিতা আলী হোসেন মেয়ের জামাইসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর পরই তদন্ত কর্মকর্তা এসআই ফায়াজ উদ্দিন ফয়েজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
কারাগারে প্রেরণকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার তমজিদ মিয়ার বিল্ডিং ৩য় তলায় বসবাসকারী দেলোয়ার হোসেনের ছেলে আলা উদ্দিন আহমদ (২৬), তার পিতা দেলোয়ার হোসেন (৫০), দেলোয়ার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৪৭), দেলোয়ার হোসেনের মেয়ে হুসনে আরা (১৮)। তারা সবাই নোয়াখালি জেলার সুধারাম থানাধীন রামনাথপুর (আছকিবাড়ী) বাসিন্দা।
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা জানান, যৌতুকের দাবিকৃত এক লাখ টাকা না পেয়ে তাকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে মামলায় নিহতের পিতা অভিযোগ করেন। নিহত রুজির কন্যা সন্তান আনিশা (৩) জন্ম হওয়ার পর থেকে যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই) রাতে রুজিকে যৌতুকের দাবীতে তার স্বামী, শ্বশুর-শ্বাশুরী ও ননদ মিলে মারপিট করায় তার মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি