সিলেটে রাহিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে রাহিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি রুপা মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মোগলাবাজার থানাধীন সোনাপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে মোগলাবাজার থানার ওসি মো. ছাহাবুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শিপু কুমার দাস ও সঙ্গীয় ফোর্সসহ ১০/১২ জনের একটি চৌকস দল মোগলাবাজার থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় সোমবার দীর্ঘ ৮/৯ ঘন্টা ব্যাপক অভিযান পরিচালনা করে। পরে শাহপরান (রহঃ) থানাধীন শাহপরান (রহঃ) মাজার ফটকের কাছ থেকে মামলার ৩ নম্বর আসামি রুপা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আসামি রুপা মিয়াকে মামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি