সব
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) মিডলেভেল চিকিৎসক পরিষদ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গেটে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. জহিরুল হাসান খানের সভাপতিত্বের প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ হাসান। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন যুগ্ম-সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. সাবের আহমদ,ডা.বিপুল ঘোষ ও ডা. আদনান চৌধুরী।
দপ্তর সম্পাদক ডা. অরূপ রাউত বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কেউ সংখ্যালঘু নয়, সংখ্যালঘু হচ্ছে উগ্রবাদীরা। কিন্তু সকল ধর্মের সচেতন সংখ্যাগুরু নাগরিকদের নীরবতা তাদের সংখ্যালঘু বানিয়ে উগ্রবাদীদের সংখ্যাগুরু করে দিচ্ছে।
প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান নাজমুল। আরও বক্তব্য দেন বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রুমান।
প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক তার বক্তৃতায় ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব ব্যক্ত করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহকারী ও সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক নাসরিন আক্তার। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি