সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ফার্মেসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নগরীতে অভিযান চালিয়ে ২ ফার্মেসীকে জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃসহস্পতিবার নগরীর পূর্ব দরগাহ গেইট এবং চৌহাট্টা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ।

অভিযানকালে আনরেজিস্টার্ড ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিদেশী ওষুধ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি