সব
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই যিশুর জন্মোৎসব বড়দিনের উৎসবে মেতেছে সিলেটের খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
এদিকে, বড়দিনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যা তে না ঘটে সেজন্য চার্চগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রতিবছরই মতো এবারও সিলেটের খ্রিস্টধর্মাবলম্বীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করবেন এই দিনটি। তবে করোনা পরিস্থিতির জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি।
অপরদিকে, রঙিন আলোকমালায় সেজে উঠেছে সিলেটের চার্চগুলো। শুধু খ্রিষ্ট ধর্মাবলম্বী মানুষই নয়, নানা সম্প্রদায় ও বিভিন্ন ধর্মের মানুষও এই উৎসবে অংশ নেবেন বলে জানিয়েছেন সিলেটের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ।
বড়দিন উপলক্ষে সিলেট নগরীর নয়াসড়ক খ্রিস্টান মিশন, এয়ারপোর্ট রোডের বড়শালা, খাদিম এবং লাক্কাতুরায় বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাসহ মিশন এলাকা। স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি