সিলেটে বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে দুপুরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

রমজান মাসের মধ্যেই এবার বাংলা নতুন বছরের বর্ষবরণ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারাদেশের মতো সিলেটেও রয়েছে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন। রমজানের শান্তিপূর্ণ পরিবেশে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় তাই এবার বৈশাখের সকল আয়োজন দুপুরের মধ্যেই শেষ করতে হবে। সারাদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সিলেটেও একইভাবে সকল আয়োজন দুপুরের মধ্যে শেষ করতে হবে। এমনটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯’র উর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই কোনো খাবার দোকানে খোলা থাকবে না। রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘সরকারের নির্দেশনানুযায়ী দেশের অন্যান্যস্থানের মতো এবার পহেলা বৈশাখের আয়োজন বেলা ১টার মধ্যেই শেষ করতে হবে। রমজান মাসের কারণে এবার সীমিত পরিসরে বৈশাখের আয়োজন করা হবে।’

র‌্যাব-৯ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের নিয়মিত টহলটিমের পাশাপাশি অতিরিক্ত গোয়েন্দা টিম কাজ করবে। যেসব জায়গাতে সাংস্কৃতিক আয়োজন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেসব স্থানে আমাদের নজরদারি থাকবে।’

এদিকে সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন আয়োজন হাতে নেওয়া হয়েছে। সকাল ৯টা জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিবেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা। পরে শোভাযাত্রা শেষে রিকাবীবাজারের মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পহেলা বৈশাখের আয়োজন থাকবে। সেখানে থাকবে বাউল গান, লোকগান, বৈশাখের গান, দেশের গান, ঝুমুর নৃত্য, কাঠিনৃত্য ও মনিপুরি লোকনৃত্য ইত্যাদি। যা চলবে বেলা ১টা পর্যন্ত।

এছাড়া সিলেট মহানগরীতে শ্রুতি ও আনন্দলোকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রয়েছে পৃথক পৃথক আয়োজন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি