সিলেটে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ৮:০২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিয়ের প্রলোভনে তরুণীকে ‘ধর্ষণ’র অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় এক যুবককে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে হাসান মাহমুদ হাসনাত (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করে থানাপুলিশ।

হাসনাত সিলেটের জকিগঞ্জ উপজেলার রাড়াই গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার এক তরুণীর (২২) সঙ্গে বিয়ের প্রলোভনে দৈহিকভাবে মিলিত হন হাসনাত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। পরে ওই তরুণীকে বিয়ে না করায় তিনি হাসনাতের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ হাসনাতকে রোববার তার বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে গ্রেফতার করে।

পরে সোমবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশন দেন।

দক্ষিণ সুরমার থানার ওসি (তদন্ত) সুমন কুমার চেীধুরী বলেন, আমরা ধর্ষণ মামলার প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করি। আদালতের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি