সব
শিশু-কিশোরদের নাট্যচর্চায় উদ্ধুদ্ধ করতে যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হল বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস ২০২২।
ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রোববার (২০ মার্চ) বিকেল ৪ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
পরে সাংস্কৃতিক পরিবেশনা, কথামালা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন ছিল আয়োজকদের।
কথামালার শুরুতেই ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত স্বাগত বক্তব্য প্রদান।
কার্যনিবাহী কমিটির সদস্য খালেদ মাসুদ ও রাজিব দে চৌধুরী শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন পল্লবী দাশ মৌ, শ্যামলী দাশ, প্রভাতী গোস্বামী পপি, আহমদ হুজাইফা, রাজীব দে চৌধুরী,সায়েম আহমেদ ও স্বপ্নীল চোধুরী প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি