সব
সিলেট নগরীর বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ লিটন আহমেদ (৩৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক পণ্যের মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা।
সোমবার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসিএর নেতৃত্বে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানসহ র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩২০০ পিস ভারতীয় ক্রিম ও চোরাচালান পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক চোরাকারবারি নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার মো. আব্দুল জলীলের ছেলে।
জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক তাকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি