সিলেটে বিনামূল্যে কানের পর্দা অপারেশন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। বিভিন্ন কারণে অনেক মানুষ চিকিৎসাবঞ্চিত হয়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় যারা ভুগে থাকেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না।

ডা. নুরুল হুদা নাঈম এক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে এ যাবত প্রায় শতাধিক রোগীর বিনামূল্যে কানের পর্দা অপারেশন করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরে ডা. নাঈম অনুকরণীয়। এনজেএল টিম্প্যানোপ্লাস্টি ডে উপলক্ষে ১০ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে এনজেএল ইএনটি সেন্টারে এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এনজেএল ফাউন্ডেশন’র সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজার কিংকন রায় ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সামিয়া আক্তার, সিস্টার ফারজানা আক্তার, রিসিপশনিস্ট নাঈমা জান্নাত প্রমুখ। অপারেশনে সহযোগিতা করেন সানজিদা সরকার, আশামণি, আরিফ ও আফিয়া।

ডা. নূরুল হুদা নাঈম বলেন, এক অসহায় মা আমাকে জানিয়েছিলেন কানের সমস্যার কারণে তার মেয়ের সংসার ভেঙে গিয়েছে। তারপর ২০১১ সালে ঘোষণা দিয়ে ৫ জন বিবাহ উপযোগী মেয়ের বিনামূল্যে কানের পর্দা অপারেশনের উদ্যোগ আমরা হাতে নিয়েছিলাম। ২০১২ সালে ৫ জন এবং ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ জন সুবিধাবঞ্চিত রোগীকে আমরা এই সেবা প্রদান করে আসছি। এই যাত্রা এখনও অব্যাহত আছে আর ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।-প্রেসরিলিজ

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি