সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সফলে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার, সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো বেলাল হোসেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন অফিস, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা মতামত উপস্থাপন করেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলেটের সাফল্যের ধারায় নতুন সাফল্যগাথা সংযোজেন আয়োজনের উদ্বোধন পর্ব বর্ণিল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠক সহ সবাই একাত্ম পোহয়েছেন।

আগামী ৮ মে সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ ১৭) উদ্বোধন। অনুষ্ঠান হবে জেলা স্টেডিয়ামে। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল ও সচিব মেজবাহ উদ্দিন। এছাড়াও উর্ধতন সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভায় উদ্বোধন পর্ব সহ সার্বিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিক (অনূর্ধ ১৭) সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত সবাই অভিমত রাখেন, সিলেটবাসী ফুটবল ভালবাসেন। অতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এই জেলার সাফল্যের পরিপ্রেক্ষিতেই এবারকার উদ্বোধন পর্ব এখানে হচ্ছে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে মাঠে বিপুল দর্শক উপস্থিতি নিশ্চিত করা সহ সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

এ উপলক্ষে কনসার্টের আয়োজনও থাকছে। আসবেন জনপ্রিয় কন্ঠ শিল্পী ঐশী। এছাড়া সিলেটে জনপ্রিয় শিল্পীরাও গান পরিবেশন করবেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি