সিলেটে ফেন্সিডিলসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের মধ্যম ঢালাপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২১) ও একই থানাধীন দক্ষিণ ঢালারপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে নুরুজ্জামান (২০)।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি বলেন, ৯৫ বোতলসহ ২ মাদক ব্যবসায়ীকে গোপন তথ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। রবিবার গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি