সব
সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে মামলা ও জিডিমূলে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর কোর্ট সিলেট এর মালখানার পেছনের অংশে এগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০০ গ্রাম হেরোইন, ২ হাজার ৩শ ৬১ বোতল বিদেশি মদ, ২৬ লাখ ৬৯ হাজার ৯শ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ৫ লাখ শলাকা ভারতীয় বিভিন্ন কোম্পানির সিগারেট, ৬০ কেজি গাঁজা, ১ হাজার ৫১ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা এবং ৮শ ৪২ লিটার চোলাই মদ। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২৫ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি