সিলেটে পেঁয়াজের বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীতে ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার নগরীর লালদিঘীর পাড় ও কালীঘাটে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক যৌথ অভিযান পরিচালনা করে আজ বুধবার। দুপুর ১২ টার দিকে নগরীর লালদিঘীর পাড় ও কালীঘাটে এ অভিযান করা হয়। এসময় পেঁয়াজ ও ডালের দাম অতিরিক্ত রাখার দায়ে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ।

এ উপস্থিত ছিলেন আর্মড পুলিশ সিলেটের এসআই (নিঃ) স্বপন কান্তি দাস ।

অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থা বলেন, কালিঘাটের ব্যবসায়ীদের ৫৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রির জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি