সব
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জহিরুল বাদশা এবং জকিগঞ্জের বড় বাজার এলাকার শামা মিয়ার ছেলে সুহেল আহমদ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ছিনতাই বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরবাজারে অভিযান চালিয়ে জহিরুল বাদশা এবং সুহেল নামে শীর্ষ দুই ছিনতাইকারীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি সাজিদুর রহমান।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারী আটক করতে সক্ষম হয়েছি। ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি