সব
সিলেটে বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। রোববার দিনব্যাপী নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন মিলে মোট ২৯টি গাড়ি আটক করা হয়েছে। একই সাথে ২টি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর কারণে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ( ২৭ জুলাই) দিনব্যাপী নগরীর বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে এসব মামলা ও যানবাহন আটক করা হয়।
এসময়য় সড়কে শৃঙ্খলা রাখতে ও যাত্রা নিরাপদ করতে মাইকিং এর মাধ্যমে মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো, উচ্চ শব্দকারী সাইলেন্সার ব্যবহার করে পরিবেশ দূষণ না করা, মোটরসাইকেলের লুকিং গ্লাস ব্যবহার করা এবং উল্টোপথে গাড়ি না চালানো, রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত কোন কিছু বহন না করার জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি