সব
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার দল-দলী চা-বাগানের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নি.) আকরব হোসেন, এএসআই(নি.) দুলালা মিয়া, এএসআই(নি.) মো. আব্দুস সামাদ, কনস্টেবল ইকবাল হোসেন, কনস্টেবল আব্দুল আহাদ, কনস্টেবল দিপু দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম দল-দলী চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিলেট কোতোয়ালী থানার ১৬ নং ওয়ার্ডের ৮ নং বাসার বাসিন্দা বাবু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শুকুর আহমেদ ইমরান (২৫), কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কালে তার কাছ থেকে আনুমানিক ১ কেজি গাঁজা জব্দ করা হয়। সে পেশাগত মাদক ব্যবসায়ী এবং সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থলসহ নগরীর বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট খুচরা ধরে বিক্রি করে থাকে।
গ্রেপ্তারকৃত শুকুর আহমেদ ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি