সিলেটে পিতলের মূর্তিসহ স্বর্ণ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট নগরীর পাঠানটুলার মোহনা আবাসিক এলাকার ৮১ নম্বর বাসা থেকে স্বর্ণ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে পাঠানটুলার মোহনা আবাসিক এলাকার ৮১ নম্বর বাসার কালা মিয়ার বাড়ীর ২য় তলা থেকে গ্রেফতার করা হয়।

ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ছমেদ সরদারর হাটির পূর্ব আষ্টগ্রামের ছাবুদ আলীর ছেলে।

প্রাথমিক পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী জানায়, জব্দকৃত পিতলের মূর্তিটি নগরীর পাঠানটুলা এলাকার সুজন মিয়ার স্ত্রী মোছা. রুবিনা বেগমের (৩৫) কাছে বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক দেবাশীষ সরকারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন এসআই মো. আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল আব্দুল কাদির, আব্দুস সামাদ, সুজিত দাস, শিবলু আলী, জীবেন্দ্র চন্দ্র দাস।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঐবাসায় যান এসএমপির এডিসি (মিডিয়া ও ডিবি) বিএম আশরাফুল্লাহ তাহের, সহকারী পুলিশ কমিশনার (এসি ডিবি) অলক কান্তি শর্মা

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি