সিলেটে পাঁচ লক্ষাধিক টাকার নাসির বিড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫ টায় গোয়াইনঘাট থানাধীন সারী নদী সংলগ্ন টিকর নয়া খালস্থ এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা নাসির বিড়ির চালানটি আটক করে ডিবি পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে এ অভিযানে চোরাচালানের সাথে জড়িত জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে হান্নান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেটের সীমান্ত পথে চোরাচালান বন্ধ করতে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্তে চোরাচালান বন্ধে ডিবিসহ থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ভোরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জেলা ডিবি (উত্তর)। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে ডিবির অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি