সিলেটে নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ৬:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট সদর উপজেলার পীরেরবাজার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে র‍্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারখানাটিতে সিলগালা করে দেয়া হয়।

আজ বুধবার (২৯ জুলাই) ভোরে গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথ তাদেরকে সাথে নিয়ে যৌথ অভিযানে নামে জেলা প্রশাসন, র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর।

এসময় এবিসি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে অবৈধভাবে পলিথিন তৈরির প্রমাণ পায় অভিযানকারী দল। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাড মেজবাহ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া অবৈধভাবে পলিথিন উৎপাদনে ব্যবহৃত প্রায় ১০ টন কাঁচামাল, এক টন পলিথিনের রুল এবং দেড় টন পলিথিনসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারণে কারখানাটিতে সিলগালা করে দেয়া হয়।

অভিযানে প্রতিনিধিত্ব করেন র‍্যাব-৯ এর এএসপি ওবাইন, পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক আলমগীর হোসেন এবং এনএসআই-সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি