সব
সিলেট মহানগরীর কাজীটুলা এলাকায় তামান্না বেগম নামে এক নববধূ হত্যার ঘটনায় এমরান নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর কাজিটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রাতে নিহত গৃহবধূ তামান্না আক্তারের বড় ভাই সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে ভিকটিমের স্বামী আল মামুনসহ প্রধান ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ দ্বিতীয় আসামি এমরানকে গ্রেপ্তার করে। তবে তামান্নার স্বামী আল মামুনসহ বাকিরা এখনো পলাতক রয়েছে।
এর আগে সোমবার দুপুরে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ ৪ নং বাসার তালাবন্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় প্যাঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারনা গলায় কিছু প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি