সিলেটে নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ওসমানীর ল্যাবে আরও ৬৮ জনের করোনা শনাক্তসিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে মঙ্গলবার (১১ আগস্ট) আরও ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪ চিকিৎসক, একজন পুলিশ কমকর্তা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৭৭৮, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৬, হবিগঞ্জে ১ হাজার ২৯৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ১৫৯ জন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪২৩০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪১৬, সুনামগঞ্জে ১ হাজার ২৭১, হবিগঞ্জে ৮৪৮, মৌলভীবাজারে ৬৯৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১২ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজারের ১৩ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি