সিলেটে নতুন করে ১৮ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ২:২৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২১, হবিগঞ্জে ১ হাজার ৯৬৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭০২, এর মধ্যে সিলেট জেলায় ৯৩০৮, সুনামগঞ্জে ২৫২১, হবিগঞ্জে ১৯৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৯০৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৭০। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। আর গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ১৫জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি