সব
“সিলেট নগরে দুই টাকায় ইফতার” নামক ইভেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করেছিল ‘২ টাকায় শীতের কাপড়’ নামক একটি অনুষ্ঠানের।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে কথাসাহিত্যিক অরুনকুমার বিশ্বাস ও সুবর্ণা দাশ এর অর্থায়নে দ্যা হেল্পিং উইং সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতের কাপড় ও মাস্ক বিতরণ করে।
দ্যা হেল্পিং উইংয়ের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মো: রাজউদ্দিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেট ম্যাটস্ এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল, সুবর্ণা দাশ, এ এই এস তামিম, তাসফিয়া হক, তারেকুল ইসলাম, মাহির, দ্যা হেল্পিং উইংয়ের ফাউন্ডার নাফিস সামস্ তিয়াস, আফনান শিমুলসহ দ্যা হেল্পিং উইংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। দ্যা হেল্পিং উইংয়ের ফাউন্ডার নাফিস সামস্ তিয়াস
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি